জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা স্থগিত রাখার আইন কার্যকর হয়েছে ইরানে।
বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইরানের পার্লামেন্টে আইনটি গত সপ্তাহে পাস হয়েছিল।
ইসলামি প্রজাতন্ত্রটিতে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেহরান আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল। জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।
ইরানে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ভবিষ্যত যে কোনো পরিদর্শনে তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগবে।
এর আগে জুন মাসে আইএইএ-র শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছিল। তার পরদিনেই তেল আবিব ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় তুমুল হামলা চালায়। এতে দুই পক্ষের যুদ্ধ চলে প্রায় ১২ দিন।