মেসেঞ্জারে অশ্লীল এবং আপত্তিকর চ্যাটিংয়ের সূত্র ধরে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন হবিগঞ্জ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারক হোসেনকে (আরিফ বাপ্পি)। সংগঠনের মর্যাদা ক্ষুন্ন ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
কেদ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেনকে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
সম্প্রতি মোশারফ হোসেনের একটি ‘আপত্তিকর চ্যাটিংয়ের’ ভিডিও নিয়ে হবিগঞ্জে সমালোচনা শুরু হয়। এই সমালোচনার মুখেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের এই অঙ্গসংগঠন কেন্দ্রীয় কমিটি।
তবে ভিডিও কেন্দ্র করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মোশারফ হোসেন। ভাইরাল হওয়া সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া এই নেতা।
এদিকে মোশারফ হোসেন শনিবার (১৬ সেপ্টেম্বর) বানিয়াচং থানায় একটি জিডি দায়ের করেছেন বলে জানিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন। এতে তিনি দশটি ফেসবুক আইডির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন।