গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসর। বাংলাদেশের হয়ে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। কিন্তু চলমান আয়ারল্যান্ড সিরিজের মাঝে আইপিএলে তাদের যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
গুঞ্জন উঠেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।
শুক্রবার (৩১ মার্চ) ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।
পাপন বলেন, আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।
এনওসি প্রসঙ্গে জিজ্ঞেস করাতেই বিরক্ত কণ্ঠে পাপন বলেছেন, আবারও একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।
তিনি বলেন, আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনের। তারা সাদা পোশাকের সিরিজে থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।
বাংলাদেশি তিন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে পাপন বলেন, ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) আইপিএলে খেলাবে কি না তাও জানি না। আপনি (সাংবাদিক) যদি নিশ্চয়তা দেন ওদের খেলাবে তাহলে সে বিষয়ে কথা বলতে পারি।