রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আপিল বিভাগে ফখরুল-আব্বাসের জামিন বহাল, বাধা নেই মুক্তিতে

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন।

এদিন আদালতের কার্যতালিকায় এক নম্বর আইটেমে ছিল ফখরুল ও আব্বাসের জামিন শুনানি। সকাল ৯টার পরেই জামিন আবেদনের শুনানি শুরু হয়। ৯ টা ৪৯ মিনিট পর্যন্ত শুনানি করা হয় এই দুই নেতার জামিন আবেদন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে গত বুধবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিএনপির এই দুই শীর্ষ নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে রোববার পর্যন্ত কারাগারে তাদের জামিন নামা দাখিল না করতে নির্দেশ দেন। চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আদালত এই আদেশ দিয়েছিলেন।

আদেশে চেম্বার আদালত বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিষয় কোনো জামিননামা দাখিল করা যাবে না। রোববার এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

ওইদিন সকালে বিএনপির এই শীর্ষ দুই নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন আটকাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করে রাষ্ট্রপক্ষ।

এর আগে বিচারিক আদালতে চার দফা জামিন নাকচ হওয়ার পর সোমবার (২ জানুয়ারি) মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাদের আইনজীবীরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে শুনানি করে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
 
এদিন আদালতে বিএনপির দুই নেতার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।
 
বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অনেকে আহত হন।
 
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে- এমন অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ কয়েকশ নেতাকর্মীকে। সেদিন ফখরুলকে গ্রেফতার করা না হলেও পরদিন রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়। সেই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও।
 
পরদিন ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও উসকানি দেওয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে। আদালতে তাদের পক্ষে জামিন আবেদন হলেও তা নাকচ করে পাঠানো হয় কারাগারে। এরপর আরও তিন দফা নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করা হয় তাদের। পরে তাদের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়। 

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জাবি ছাত্রদলের কমিটি ঘিরে বিতর্ক: পদ পেলেন ছাত্রলীগ কর্মী, মাদকসেবী, ছিনতাইকারী ও নারী নিপীড়ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটি ও ১৭টি হলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী, মাদকসেবী,...

দিনভর মোটরসাইকেলে ঘুরিয়ে হত্যার উদ্দেশ্যে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎবাবা!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে হত্যার উদ্দেশ্যে তাসিন (৬) নামে এক শিশুকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় মুরাদ হোসেন...

অনু্র্ধ্ব-২০ এশিয়ান কাপের হাতছানি, বাংলাদেশের সামনে যে সমীকরণ

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোুমুখি হবে বাংলাদেশ।লাওসের ভিয়েনতিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ...

ছাত্রলীগের গোপন পরিকল্পনা: ‘গাজীপুরের স্টাইলে’ ফেনীতে সাংবাদিকদের ওপর হামলার ছক

ফেনীতেও গাজীপুরের মতো ৫ সাংবাদিকের ওপর আচমকা হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে।...

সম্পর্কিত নিউজ

জাবি ছাত্রদলের কমিটি ঘিরে বিতর্ক: পদ পেলেন ছাত্রলীগ কর্মী, মাদকসেবী, ছিনতাইকারী ও নারী নিপীড়ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটি ও ১৭টি হলের নতুন কমিটি...

দিনভর মোটরসাইকেলে ঘুরিয়ে হত্যার উদ্দেশ্যে শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎবাবা!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে হত্যার উদ্দেশ্যে তাসিন (৬) নামে এক শিশুকে পুকুরে...

অনু্র্ধ্ব-২০ এশিয়ান কাপের হাতছানি, বাংলাদেশের সামনে যে সমীকরণ

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোুমুখি হবে...