জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ শহীদ হওয়ার সাড়ে সাত মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেইসঙ্গে চলতি মাসেই শেষ হবে এ হত্যা মামলার তদন্ত।
রোববার (২ মার্চ) মামলা দায়ের পর গ্রেফতার ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে দুজন পুলিশ সদস্য, একজন শিক্ষক ও একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তারা হলেন: এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়র প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়টির তদানীন্তন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।
আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। বাড়তে থাকে মৃত্যুর মিছিল।
প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন?
জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন।
এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে তার পরিবার। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধেও জুলাই-আগস্টের গণহত্যার তদন্ত শেষ হচ্ছে এ মাসেই।
এ ছাড়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালর চিফ প্রসিকিউটর।