গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন এমনটা জানিয়েছেন।
শনিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দগ্ধ দুজনকেই আজ ড্রেসিং করা হয়েছে। পরে তাদেরকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তারা কেবিনেই আছেন। তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক।
তিনি বলেন, স্বাভাবিকভাবেই তারা খাবার-দাবার খাচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শ্বাসনালির শঙ্কাও কেটে গেছে। তাদের আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে থাকতে হবে।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।
এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে রনি ও জিল্লুর রহমানকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আগুনে দগ্ধ হয়ে রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।