রবিবার, ৬ জুলাই, ২০২৫

আমরা যদি সৎ হতাম, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত: ড. মির্জা গালিব

শরীয়তপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

“গত ১৬ বছরে যদি রাজনীতিবিদরা সৎ হতেন, অপরাধী মানসিকতা পরিহার করতেন, তাহলে আজ বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।”—এমন মন্তব্য করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মির্জা গালিব।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক যুব সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. গালিব বলেন, “যদি আমরা এখন থেকেই সৎ নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোই, তাহলে আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারব, আর ২০ বছরের মধ্যে জাপান ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানো অসম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিশ্বের যেসব দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নতি করেছে—যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর—তারা রাতারাতি পরিবর্তন হয়নি। তাদের এই অগ্রগতির পেছনে রয়েছে ২০ থেকে ৩০ বছরের ধারাবাহিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং মানবসম্পদের যথাযথ ব্যবহার।”

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রসঙ্গ টেনে ড. গালিব বলেন, “সেই সময়ের যুবকেরা বুক পেতে দিয়েছিল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। নিজের রক্ত দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি গড়েছিল। দেশ গড়ার জন্য আজও সেই সাহস ও কমিটমেন্ট প্রয়োজন।”

দেশের অর্থনৈতিক উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল ম্যাপিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের লাখ লাখ মানুষ বিদেশে গিয়ে কষ্ট করছে, রেমিটেন্স পাঠাচ্ছে। অথচ পরিকল্পিতভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী বিদেশে পাঠানো হলে কিংবা দেশে থেকেই কাজ করার সুযোগ তৈরি করা গেলে, দেশের অর্থনীতি এখনকার চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হতে পারত।”

তিনি যোগ করেন, “জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যেতে পারি, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই এবং স্বচ্ছতা নিশ্চিত করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পৌর আমির মো. আতিকুর রহমান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা কে এম মকবুল হোসাইন, সিলেট উইমেন মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সিদ্দিকুর রহমান, সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. জুলফিকার হাসান, স্পেন প্রবাসী নূরুল আমিন, ডা. লুতফর রহমান ও শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

হত্যার ৩ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ ৩ মাস পর দেশে ফিরেছে। মরদেহ দেশে ফেরায় সন্তোষ জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত...

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি...

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং...

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়: সালাহউদ্দিন

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৫ জুলাই) দক্ষিণ...

সম্পর্কিত নিউজ

হত্যার ৩ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ ৩ মাস...

প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৭ গোল

বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ...

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার...