লিসিচানস্ক শহরের পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত এমনটাই জানান ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গেইডে জানিয়েছেন। রবিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই লুগানস্ক বলেন, যেহেতু রাশিয়ানরা আমাদের সৈন্য অবস্থানে ২৪ ঘন্টা গোলাবর্ষণ করছে তাই এটি একটি কঠিন পরিস্থিতি, শহরে (লিসিচানস্ক) এবং সমগ্র অঞ্চলে।
তিনি আরও বলেন, একটি অভিব্যক্তি রয়েছে, সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকতে এবং সেরাটি নিজেই আসবে। অবশ্যই এ পরিস্থিতির জন্য আমাদেরই প্রস্তুতি নিতে হবে।
এএফপি জানায়, লিসিচানস্কে রাস্তার লড়াইয়ের প্রস্তুতি দেখা গেছে। সৈন্যরা পরিখা খননের মাধ্যমে একটি প্রতিরক্ষামূলক অবস্থান তৈরির কাজ শুরু করেছে, কাঁটাতারের বেড়া লাগিয়েছে এবং পুলিশ যানবাহন ধীর করার জন্য রাস্তার পাশে পোড়া যানবাহন ফেলে রাখছে।
তিনি সতর্কতা হিসেবে বলেছেন, রাশিয়ান সৈন্যরা সরবরাহের রাস্তা বন্ধ করে লিসিচানস্ককে ঘিরে ফেলতে পারে।তাত্ত্বিকভাবে এটা সম্ভব। এটা একটা যুদ্ধ, এখানে সব ঘটতে পারে৷