সোমবার, ১৯ মে, ২০২৫

আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর: বিএনপি নেতা

-বিজ্ঞাপণ-spot_img

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির এক নেতার একটি অডিও ভাইরাল হয়েছে। ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর।’ এ নিয়ে এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

ভাইরাল হওয়া অডিওটি উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নম্বর পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদারের।

তিনি ওই এলাকার মৃত আনোয়ার হাওলাদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়াড়িচক্র মহলের দালাল বিএনপি নেতা মো. মন্টু হাওলাদার গত ২১ জানুয়ারি হাইউল ও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। বিষয়টি নিয়ে হাইউল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। 

তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ করে মোবাইলের অপর প্রান্তে থাকা তার এক সহযোগী আওয়ামী লীগ নেতাকে বলেন, ‘এ জগতে যারা আছে, তাদের মধ্যে আমরাই ভালো মানুষ।

এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর।আমাগো ১ লক্ষ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু।’ এ সময় তাকে মারামারির ঘটনা বর্ণনা দিতে শোনা যায়। 

তিনি বলেন, ‘পুলিশের কাছে মামলা করতে গেছে, আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাঁড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নেয় নাই। ডিসি, থানা, ফাঁড়ি সব বুকিআপ করে ফেলাইছি ফোনে’ এ সময় তাকে আরো বলতে শোনা যায়, ‘ইদ্রিস ডাক্তার এ ফয়সালাটা করে দিবে, দুই গ্রুপই বিএনপির।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘অডিওটির বিষয়ে খতিয়ে দেখব। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কেহ আইনের ঊর্ধ্বে না। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ব্যক্তি বিশেষের কথায় পরিচালিত হয় না, আমরা অবশ্য আইনের ভেতর দিয়ে পরিচালিত হই। ব্যক্তি বিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি এটাও আমরা আইনের মাধ্যমে দেখতেছি।’

ওই একই নেতার আরো একটি ভিডিওতে দেখা যায়, নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিষ্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, ‘গাছে ঢাল জড়াইয়া দিয়ে যাবেন, আমার নামসহ বলবেন যে সে বলছে, আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না, আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখব।’ 

পল্লী বিদ্যুতের কর্মী বলেন, ‘হাজার হাজার মানুষের গাছের ঢাল কেটেছি, কেউ কিছু বলল না তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন।’ 

হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলাকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয়। আমি তার এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলেট করতে বলে। এগুলো ডিলেট না করলে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে। তাদের এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়ায় আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে।

এ বিষয়ে মন্টু হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, এর কোনো সীমা নেই: ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একই সঙ্গে প্রতিবেশি দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদের কোনো 'নির্দিষ্ট সময় সীমা নেই' বলেও জানানো...

করিডর ও বন্দর ইস্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা সিপিবির

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ২৩ ও ২৪ মে দুই...

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর...

আমাদের পারস্পারিক বাণিজ্যে ভারতের পাল্লা ভারী:বাণিজ্য উপদেষ্টা

ভারত যদি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কোনো বিধিনিষেধ আরোপ করে থাকে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বাণিজ্য মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা...

সম্পর্কিত নিউজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, এর কোনো সীমা নেই: ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একই সঙ্গে প্রতিবেশি দুই দেশের...

করিডর ও বন্দর ইস্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা সিপিবির

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘মানবিক করিডর’ এবং চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে...

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ছাত্র সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির...