জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির দাবি করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার ওই মন্তব্যের উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান।
গত মঙ্গলবার পাকিস্তানকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। আফগানিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তালেবানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই পাকিস্তানের প্রতি এই আহ্বান জানান বলে টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
স্তানিকজাই বলেন, ইসলামী আমিরাত (তালেবানের দেওয়া আফগানিস্তানের আনুষ্ঠানিক নাম) ওই দাবি মেনে না নিয়ে তার কঠোর নিন্দা জানাচ্ছে। আফগানিস্তানের প্রতি কাউকে এমন বিবৃতি দেওয়ার অনুমতিও দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কাউকে ইসলামিক আমিরাতের বিরুদ্ধে কথা বলার অনুমতি দিই না… যদি পাকিস্তানের কোনো অর্থনৈতিক সমস্যা থাকে এবং তাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কালো তালিকায় রাখা হয়, তাহলে কেউ তাদের আহ্বান গ্রহণ করে না।
তিনি পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি আপনাদের (পাকিস্তান) ঋণ না দেওয়া হয় তবে এটি আপনাদের সমস্যা। আপনি যেকোনো উপায়ে তা সমাধানের পথ খুঁজে বের করুন। তবে কিছু অর্থ প্রাপ্তির আশায় আফগানিস্তানের জনগণের মর্যাদা নিয়ে কোনো কথা বলবেন না। আফগানিস্তানের মানহানি করবেন না।