সম্প্রতি সারাদেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল। সন্তান প্রসবের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে এসে নবজাতক ও তার মা মারা যাওয়ার ঘটনায় অভিযোগ করা হতে থাকে পক্ষে-বিপক্ষে। এবার ওই হাসপাতালের ওপরই দায় চাপিয়েছেন অভিযোগ ওঠা চিকিৎসক ডা. সংযুক্ত সাহা।
মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরিবাগে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহবুবা রহমান আঁখিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি দেশেই ছিলেন না। তাকে না জানিয়েই ওই রোগীকে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার করা হয়েছে।
ডা.সংযুক্তা বলেন, যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন। এটা কার স্বার্থে? আমি যদি অপারেশনে না করি, রোগি যদি নাই থাকে তাহলে ভর্তি করালেন কোন আক্কেলে? এটা অবশ্যই একটা বেআইনি ব্যবস্থা।
সেন্ট্রাল হসপিটালের দিকেই আঙুল তুলে তিনি বলেন, বিশ্বাস করেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুবার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন অন্ত:সত্ত্বা গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়।
তিনি অভিযোগ করে বলেন, সিজারিয়ান অপারেশন বন্ধ করার জন্য তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন তার বিরুদ্ধে একটা পক্ষ এসব কাজ করছে।
ওই মৃত্যুর ঘটনা নিয়ে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে অভিযোগ তুলে . সংযুক্তা বলেন, আমি সবাইকে আহবান জানাব আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাড়ান।