31 C
Dhaka
Friday, September 20, 2024

আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি: ববি উপাচার্য

ডেস্ক রিপোর্ট:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের সকল সংকটের দায়ভার নিজের কাধে নিয়ে বলেছেন, আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু হল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ছিল৷ আমি যোগদানের পর থেকে তাদেরকে প্রকল্পটি সমাপ্তির জন্য বলি। কিন্তু তারা প্রকল্পটি শেষ করতে দীর্ঘ আট বছর লাগিয়েছে। ১ম প্রকল্পের কাজ সম্পন্ন করে এর রিপোর্ট ইউজিসিতে দিয়ে এরপর প্রকল্প আনতে হয়৷ কিন্তু তা সম্ভব হয় নি। এই কারনে আমাদের পরবর্তী অবকাঠামোগত কাজগুলো আনতে পারি নাই। আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি।

আরো বলেন,২০১৯ সাল থেকে করোনা এরপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন তার উপর প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি খাত থেকে কেটে নেওয়া। এসব বাস্তবতার আলোকে আমি আসলে পারি নি। আমি তোমাদের পাশে আছি। আমি আমার মেয়াদের শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ মুহসিন উদ্দীন। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন ও রেজিস্ট্রার সুপ্রভাত হালদার , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ ও হলের হাউজ টিউটরসহ হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পবিত্র কোরআন খতম, মসজিদ ও মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...