ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির বাংলাদেশের ক্রিকেটে অনেক আছে। সাকিবও কি সেই পথে হাটছেন কী না, এই ভাবনা আসাটাই স্বাভাবিক। ‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ মধ্যরাতে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এমন স্ট্যাটাস, অনেকের মনে তেমন কৌতুহলের উদ্রেক করেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাত ১১ টার পর এই ঘোষণা দেন, তিনি আর খেলবেন না।
নিজের ভেরিফায়েড পেজে সাকিব আল হাসান লেখেন, “আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…”। এমন স্ট্যাটাস মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটি এখন পর্যন্ত তিন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছেছে, একইসাথে শেয়ার করেছেন ৩৬ হাজার সাকিব প্রেমী ভক্তরা। এই সময়ে ১ লক্ষ ২৬ হাজারের বেশি মানুষ কমেন্ট করেছেন। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন সাকিবের হয়েছেটা কী।
ঘটনার নেপথ্যে কাহিনি নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন।
সূত্রে জানা গেছে, নগদের এই ক্যাম্পেইন শুরু হবে ২৫ আগস্ট (শুক্রবার) থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।
নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এই ক্যাম্পেইনে একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে।