বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

‘আমি ছাত্রলীগ করে আসছি, খেলে দেবো’—মাদকের অভিযোগে ছাত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলের ২১৪ নম্বর রুমে বসে নিয়মিত মাদক সেবনের অভিযোগ উঠেছে হলের চার আবাসিক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে হলের পঞ্চাশজন শিক্ষার্থী প্রক্টর ও হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন মাদক সেবনে অভিযুক্ত দুই শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা ইসলাম ও একই বিভাগের রাবিনা ঐশি।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মাদক সেবনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর হলের সি ব্লকের কয়েকটি রুমে যান তারা। 

এসময় শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান, অভিযোগপত্রে তারা সাক্ষর করেছে কি না। তখন শিক্ষার্থীরা বিষয়টি স্বীকার করলে তাদের গালমন্দ করেন এবং ‘খেলে’ দেওয়ার হুমকি দেন। 

এদিকে হুমকিধমকির একটি অডিও ক্লিপ প্রতিবেদকের কাছে পাঠান ভুক্তভোগী এক শিক্ষার্থী। অডিও ক্লিপে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দেবো, আসো। তোদের মতো পতিতা না, মেয়ে নিয়ে রুমে রুমে যাবো। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো।’

এসময় রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’

তাদের এমন আচরণে ভুক্তভোগী শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে বলে জানান এক শিক্ষার্থী।  

লাবিবা ইসলাম বলেন, ‘আমি কাউকে হুমকি দেইনি। আমি বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমার সাথে একজন উল্টাপাল্টা কথা বলছিল, আমি তার সাথে চিৎকার করেছি। হলের মেয়েদের সাথে চিল্লাপাল্লা করিনি।’

অন্যদিকে, রাবিনা ঐশি বলেন, ‘আগামীকাল আমার পরীক্ষা। পাশের ব্লক থেকে বন্ধুরা আসছিল, আমরা নিউজটা নিয়েই কথা বলছিলাম। আমি সার্কাস্টিক হয়ে বলেছিলাম— ‘আমরা তো গাঁজা খাই। গাঁজা লাগবে, গাঁজা?’ তখন আমি এক্সাক্টলি কী বলেছি, তা মনে নেই।’

হলের শিক্ষার্থীরা অভিযুক্ত দুজনসহ চারজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। হলের অর্ধশতাধিক শিক্ষার্থী স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, সুনীতি-শান্তি হলের ২১৪ নম্বর কক্ষ দখল করে মাদক সেবন করা হয়।

অন্য অভিযুক্তরা হলেন—আতেফা লিয়া, ফার্মাসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ এবং মাইশা রহমান রোদিতা, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ। 

এদিকে মাদকের অভিযোগের ভিত্তিতে সভা করেছে প্রক্টরিয়াল বডি। তবে সিদ্ধান্ত এখনই প্রকাশ করা হবে না বলে প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও

তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। এতে দুই বছর...

ধরা ছোঁয়ার বাইরে আলোচিত পিন্টু হত্যা মামলার আসামী আ.লীগ নেতা টিপু

চাঁপাইনবাবগঞ্জে মাদকের গডফাদার হিসেবে পরিচিত সাহিদ রানা টিপু। এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতা, স্থানীয় পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার মাদকের কথা জানেন সবাই।...

কিশোরীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, জনতার গণপিটুনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাসকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে...

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঝালকাঠির সেই ‘হাউন আঙ্কেল’র ভাতের হোটেল

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল একটি খাবারের হোটেল। ঝালকাঠির পৌর শহরের ব্রাক মোড়ের সেই হোটেলটি ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ নামে...

সম্পর্কিত নিউজ

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও

তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের...

ধরা ছোঁয়ার বাইরে আলোচিত পিন্টু হত্যা মামলার আসামী আ.লীগ নেতা টিপু

চাঁপাইনবাবগঞ্জে মাদকের গডফাদার হিসেবে পরিচিত সাহিদ রানা টিপু। এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতা, স্থানীয় পুলিশ...

কিশোরীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, জনতার গণপিটুনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ...