বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

‘আমি ছাত্রলীগ করে এসেছি, খেলে দেবো’, ছাত্রী হলে মাদকের অভিযোগ দেওয়ায় হুমকি

হাসিন আরমান, কুবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল সুনীতি শান্তি হলের ২১৪ নম্বর রুমে নিয়মিত মাদকের আসর বসে বলে অভিযোগ উঠেছে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে হলের প্রভোস্ট বরাবর বারবার মৌখিক অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে লিখিত অভিযোগ দিয়েছে হলের শিক্ষার্থীরা।

অভিযোগপত্র থেকে জানা যায়, আমরা সুনীতি শান্তি হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন যাবত হলে কিছু শিক্ষার্থী ২১৪ নং রুম দখল করে সেখানে মাদক সেবন করছে। মাদকসেবিদের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে– ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ও সুনীতি শান্তি হলের ২১৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী রাবিনা ঐশি, একই বিভাগ ও শিক্ষাবর্ষের এবং ২১৩ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী লাবিবা ইসলাম, একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের ৩২৩ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী আতিফা লিয়া এবং একই শিক্ষাবর্ষের আইন বিভাগের ২১৭ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা।

অভিযোগপত্রে উক্ত রুমে (২১৪ নম্বর রুম) কারো সিট বরাদ্দ হলে হুমকি দিয়ে বের করে দেওয়া, হলের অন্যান্য শিক্ষার্থীদের সাথে উগ্র আচরণ করার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আবাসিক শিক্ষার্থীরা মাদকাসক্ত শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার, জড়িতদের ডোপ টেস্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ, হলের নিরাপত্তা জোরদার ও বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে ক্যাম্পেইন এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া ফেরদৌস বলেন, ‘আমরা প্রতিনিয়ত দেখছি ২১৪ নম্বর রুমে মাদকের আসর বসে। এর আগেও কয়েকবার প্রভোস্ট ম্যামকে মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। আজকে হলের শিক্ষার্থীরা মিলে লিখিত অভিযোগ দিয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘২১৪ নম্বর রুমে প্রতিনিয়ত মাদকের আসর বসে। গতকালও বসেছে। গন্ধে সারা হলে টেকা যায় না। আমরা অতিষ্ঠ। হল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আতিফা লিয়া বলেন, ‘আমি তো ২১৪ নম্বর রুমে থাকি না। আমার রুম নম্বর ৩২৩৷ ওই রুমে আমার ফ্রেন্ড থাকে। মাঝেমধ্যে যাওয়া হয়। ওদের কাছে অ্যাভিডেন্স কী যে আমি এগুলো করেছি বা করি? যা অভিযোগ আনা হয়েছে তা হল প্রশাসন দেখবেন। দরকার হলে আমি রুম খোলে দিব। হল প্রশাসন বরাবর অভিযোগ করা হয়েছে, হল প্রশাসন দেখবে। এখানে আমার কিছু বলার নাই।’

মাইশা রহমান রোদিতা বলেন, ‘ওই রুমে আমার ফ্রেন্ড থাকে। এছাড়া, আমার ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ার কারণে কয়েকদিন আমি যাইনি। গতকাল তার বার্থডে থাকায় গিয়েছিলাম। কিন্তু এমন কিছু তো হয়নি।’

লাবিবা ইসলাম বলেন, ‘যে অভিযোগটি দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে বলবো কারো কাছে কোনো প্রমাণ আছে? কেউ দেখেছে? আমাকে শুধু শুধু হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি আগে ছাত্রলীগ করতাম। বিবেকের তাড়নায় আমি আন্দোলনও করেছি। এখন আমার পড়াশোনার শেষ দিকে এসে হ্যারাসমেন্ট এবং হল থেকে বের করার জন্য এই অভিযোগ সাজানো হয়েছে।’

এদিকে, অভিযোগের পর হলের সাধারন শিক্ষার্থীদের হুমকিধমকির একটি অডিও ক্লিপ প্রতিবেদকের কাছে পাঠান ভুক্তভোগী এক শিক্ষার্থী। অডিও ক্লিপে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দেবো, আসো। তোদের মতো পতিতা না, মেয়ে নিয়ে রুমে রুমে যাবো। তোদের সবাইকে দেখে নিবো, সব বের করবো।’

এ সময় রাবিনা ঐশি বলেন, ‘গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।’

এছাড়া রাবিনা ঐশিকে একাধিকবার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

এবিষয়ে হলের প্রভোস্ট ড. মোছা: শাহিনুর বেগম বলেন, ‘আজ বিকেলে হল প্রশাসনের সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন । নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের...

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার (২৬...

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন...

রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না: জয়নুল আবদিন ফারুক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সম্মান করে কথা বলতে জানি, কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দেব। অনুগ্রহ করে দেশের...

সম্পর্কিত নিউজ

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র...

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও...

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা। বুধবার (২৬ ফেব্রুয়ারি)...
Enable Notifications OK No thanks