শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কৃতি সন্তান উত্তরবঙ্গের সিংহ পুরুষ হিসেবে পরিচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় সিরাজগঞ্জের বাজার স্টেশন চত্বরে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রাজশাহী বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, ‘অনেকে বলেছে আমি আর বাংলাদেশে ফিরবো না কিন্তু আমি ফিরেছি আমি পালাইনি, আত্মগোপন করিনি বরং আপনারা পালিয়েছেন, আপনাদের নেত্রী কাপর তুলে পালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামি লীগ একদলে বিশ্বাস করে বলেই তারা টিকতে পারেনি কিন্তু বিএনপি সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বলেই তারা গণমানুষের দল।’
আওয়ামি লীগের ‘মিথ্যা’ মামলার কারণে প্রায় দুই বছর ধরে জন্মভূমি সিরাজগঞ্জের মাটিতে আসতে পারেননি বিএনপির এই বর্ষীয়ান নেতা।