আমি বিএনপির নেতা নই, বরং জিয়া পরিবারের অনুসারী বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও বিভাগীয় কমিশনার আব্দুল বারী। তিনি বলেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতা বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আব্দুল বারী বলেন, “আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করতে। সংসদ সদস্য নির্বাচিত হয়ে যদি কাজ করতে না পারি, তাহলে আমি পদ ছেড়ে দেব।”
এসময় তার ব্যক্তিগত বায়োডাটায় উল্লেখিত বাবার আজীবন বিনা পারিশ্রমিকে ইমামতি করার প্রসঙ্গ উঠলে ‘ফেস দ্যা পিপল’-এর জেলা প্রতিনিধ আহসান হাবীব জানতে চান, বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ প্রায়ই ওঠে, এ বিষয়ে তিনি কোনো বিশেষ কৌশল অবলম্বন করেছেন কি না?
জবাবে আব্দুল বারী বলেন, “আমি কোনোভাবেই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। শুধু আমার বাবার একটি ভালো কাজ তুলে ধরেছি মাত্র।”
নির্বাচনের আগে সবাই নানা প্রতিশ্রুতি দেন এমন প্রশ্ন সাংবাদিকরা করলে তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করতে না পারলে আমি সংসদ সদস্য পদে থাকার কোনো অধিকার রাখি না।”
এ সময় তিনি আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও গণতন্ত্র রক্ষায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা সবসময় কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।