প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে তা আমাদের চিন্তার বিষয় না। আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই।
শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিশ ঘণ্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই আমাদের, পৃথিবীতে আরও অনেক মহাদেশ আছে।
বিদ্যুতের সংকটাপন্ন পরিস্থিতির নিয়ে সরকারপ্রধান বলেন, কয়লা কোথায় পাওয়া যাচ্ছে না, কয়লা কিনতে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই গ্যাস আমদানির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ বিদ্যুৎ এর কারণে সমস্যায় পড়তে হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় তা প্রমাণিত। আওয়ামী লীগ দেশ ও মানুষের স্বার্থে গড়ে উঠেছে। বিএনপি ভোট চুরি করেই সারাজীবন চলছে। তাই তারা নিজেরা সবাইকে চোর মনে করে। দেশ থেকে পাচার করা চোরাই টাকা দিয়ে বিএনপি ও জামায়াত ইসলাম দেশের বিরুদ্ধেই অপবাদ চালাচ্ছে।
জুনের শুরুতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেট বাস্তবায়ন করা সম্ভব বলেই বাজেট দেয়া হয়েছে। যারা সমালোচনা করছেন, তাদের অভ্যাসই সমালোচনা করার।