অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আয়নাঘর পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি এবং গুমের শিকার ব্যক্তিরা।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, এই পরিদর্শনের বিষয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিস্তারিত জানানো হবে।
গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন গুমের শিকার ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করতে অপারগতা প্রকাশ করেছিল। ২৯ জানুয়ারি কমিশনের সচিব আশিকুল খবির এক চিঠিতে বিষয়টি প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে জানিয়ে দিয়েছিলেন।
চিঠিতে বলা হয়, আয়নাঘর পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে থাকা বাধ্যতামূলক, কারণ তাদের না রাখলে আইনগত অধিকার ক্ষুণ্ন হতে পারে।