সংযুক্ত আরব আমিরাতকে মঙ্গলবার রাতে ৩২ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে সাত রানে জয় পায় টাইগাররা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বিপেক্ষ জয়ের আশা তৈরি করলেও সেই তুলনায় দ্বিতীয় ম্যচে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের অনুশীলনে আরও ভালো সুযোগ দিতে এই সিরিজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৯ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত পাঁচ উইকেটে ১৩৭ রানে গুটিয়ে যায়। ম্যাচের পাশাপাশি সিরিজও হারে স্বাগতিক দলটি।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন দুটি এবং তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে অধিনায়ক চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান অর্ধশতক হাঁকান। তবে তার একমাত্র প্রচেষ্টা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। এছাড়া ব্যাট হাতে বাসিল হামিদ ৪২ রান করেন।
এর আগে ডানহাতি ব্যাটার মেহেদি হাসান মিরাজ আবারও ইনিংস শুরু করে ৩৭ বলে পাঁচ চারের সাহায্যে ৪৬ রান করেন।
অপর ওপেনার সাব্বির রহমান ভালো শুরু করলেও ইনিংস লম্ব করতে ব্যর্থ হন। তিনি ৯ বলে এক চার ও ছক্কায় ১২ রান করে আউট হন।
লিটন দাস ২৫ রান করেন। তিনিও সাব্বিরের মতো ইনিংস বড় করতে পারেন নি।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন।
ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১৮ বলে ৩২ রান করেন।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশ ৪৩ রান তুলতে সক্ষম হয়।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে আয়ান আফজাল খান দুটি এবং সাবির আলি, আরিয়ান লাকরা ও কার্তিক মিয়াপ্পান একটি করে উইকেট নেন।