সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক টি-টোয়েন্টি সিরিজ হার—তাতেও আত্মবিশ্বাস হারায়নি বাংলাদেশ দল। বরং পাকিস্তানের মাটিতে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঝরে পড়ছে প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে।
লাহোরে সোমবার (২৬ মে) সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ বলেন, এটাই আমাদের সেরা ক্রিকেট খেলার সময়। আমরা এখানে সিরিজ জিততে এসেছি। পাকিস্তান সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ। তবে এটাকে সহজভাবে নেওয়া যাবে না। তারা যেকোনো দিন দুর্দান্ত খেলতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারতো। কিন্তু সিমন্স মনে করেন, দল মানসিকভাবে শক্ত অবস্থানে আছে। “সিরিজ হার অবশ্যই হতাশার। তবে আমরা মানসিকভাবে ভালো আছি, দল হিসেবে আত্মবিশ্বাসও যথেষ্ট রয়েছে। আমার বিশ্বাস, এই সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আমাদের সামনে রয়েছে, বলেন টাইগার কোচ।
পাকিস্তানের কন্ডিশন নিয়ে দলের প্রস্তুতির কথাও জানান তিনি। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া রিশাদ হোসেনের অভিজ্ঞতা কাজে লাগানোর ইঙ্গিত দেন সিমন্স। পাশাপাশি দলের সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতাও কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিশাদ, শন টেইট এবং মুশতাক আহমেদ—তারা পিএসএলে খেলে বা কাজ করে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো জানে। ওদের অভিজ্ঞতা থেকেই আমরা কৌশল নির্ধারণ করবো, যোগ করেন তিনি।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। প্রস্তুতির চেয়ে মনোবল আর পরিকল্পনায় এখনই এগিয়ে থাকার বার্তা দিচ্ছেন কোচ।