শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

আরাভকে চেনেন না দাবি বেনজীর আহমেদের

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ

সম্প্রতি আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশের পরিদর্শক হত্যা মামলার আসামি আরাভ খানকে চেনেন না বলেই দাবি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (১৮ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এ দাবি করেন।

দেশবাসীকে সম্বোধন করে তিনি পোস্টে লেখেন, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।

ফেসবুকে তিনি লেখেন, আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান। আরাভ খানকে নিয়ে সেখান থেকেই মূলত দেশে আলোচনার ঝড় ওঠে।

এরপরই গুঞ্জন উঠেছে, সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় আরাভ খান নাম বদলে নকল পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালান।

গুঞ্জনের মধ্যেই এবার সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, আরাভ খানকে তিনি চেনেন না।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ