কাতার বিশ্বকাপ শেষ হয়েছে ঠিক এক মাস আগে। স্বপ্নপূরণের একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত লিওনেল মেসি পড়ে আছেন পুরাতন স্মৃতিতে। ক্লাব ক্যারিয়ারের ব্যস্ত সূচি নিয়ে ব্যস্ত সময় পার করলেও আর্জেন্টিনাকেই মিস করছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আজ রাতে অবশ্য ফ্রান্সে নেই মেসি। প্রীতি ম্যাচ খেলতে তিনি আছেন কাতারের নিকট প্রতিবেশি সৌদি আরবে। যেখানে তিনি মুখোমুখি হবেন ক্যারিয়ারের বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর।
তবে সৌদি থেকে ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে এবং ভিডিও আপলোড করে মেসি জানিয়েছেন, তিনি আর্জেন্টিনা জাতীয় দলকে মিস করছেন। মিস করেছেন জাতীয় দলের সতীর্থদের।
নিজের গোল, অ্যাসিস্ট, এমি মার্টিনেজের শেষ বাঁশির ঠিক আগে দুর্দান্ত গোল সেভ দেওয়ার ক্লিপ জোড়া লাগিয়ে বানানো ভিডিও বার্তার পরে মেসি লিখেছেন, ‘অবশ্যই, চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু খুবই সুন্দর হয়ে উঠেছে। তবে যে অসাধারণ মাস কাটিয়েছি, যে অসাধারণ স্মৃতি জমা হয়েছে তা এখন মিস করছি।’
সর্বকালের সেরার তকমা পাওয়া এই ফুটবলার লিখেছেন,‘আমি সতীর্থদের মিস করছি, তাদের সঙ্গে প্রতিদিনকার কাজ, অনুশীলন মিস করছি, যে আড্ডা দিয়েছি তা মিস করছি। যে শিরোপা আমরা জিততে চেয়েছিলাম, তা উচিয়ে ধরার আগ পর্যন্ত আমরা সুন্দর, পাগলাটে সময় কাটিয়েছি।’
কাতার বিশ্বকাপে মেসিরা দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছেন। ৩৫ বছর বয়সী মেসি আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন। আসরের দ্বিতয়ী সর্বোচ্চ সাতটি গোল উঠেছে তার নামের পাশে। একাধিক রেকর্ড গড়েছেন তিনি। পিএসজি’র জার্সিতে ফিরে বিশ্বকাপের ছন্দ এখনও পাননি তিনি। লিও’র সঙ্গে চুক্তি নবায়ন করতে মুখিয়ে আছে প্যারিসের দলটি।