সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনায় দেশে প্রথমবারের মতো তৈরি করা হয় ছাদখোলা দোতলা বাস। মাত্র একদিনের ব্যবধানেই তৈরি হয়েছে এই বাস। তবে অনেকেরই প্রশ্ন এবার কি হবে সেই বাসের ভাগ্যে।
আলোচিত সেই বাসটিকে ঘিরে এরইমাঝে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। জানানো হয়েছে, বাসটি এখন থেকে পর্যটকদের জন্য ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিআরটিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিআরটিসি জানায়, পর্যটকরা বাসটি ব্যবহার করে পদ্মাসেতু, হাতিরঝিল ও পূর্বাচল ঘুরে দেখতে পারবেন। এটির পাশাপাশি আরও একটি ছোদ খোলা বাস প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠানেও বাস দুটি ব্যবহার করা হবে।
মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার গণমাধ্যমকে বলেন, আমরা বাসটি রেখে দিয়েছি। ঢাকায় এটি পর্যটকদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আরও একটি ছাদখোলা বাস তৈরির বিষয়ে কাজ করছি।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় শহরগুলোয় পর্যটকদের জন্য অনেক ছাদ খোলা ট্যুরিস্ট বাস চলে। এবারই প্রথম ঢাকা শহরের রাস্তায় দেখা মিলবে এমন ছাদখোলা বাসের।