রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আল্লাহ তোমার সহায় হোন; তানজিমকে মিরাজের বার্তা

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ণ

সহসাই থামছে না আলোচনা। তানজিম হাসান সাকিবের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড় বইছে। তবে এই দুঃসময়ে সতীর্থ থেকে শুরু করে অনুরাগী-অনেককেই পাশে পাচ্ছেন উদীয়মান এই পেসার। এবার আরেক সতীর্থ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তার পাশে দাঁড়ালেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে মেহেদী মিরাজ বলেন, আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে।

সংবিধানকে উদ্ধৃত করে মিরাজ বলেন, বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

তানজিম সাকিবকে শুভকামনা জানিয়ে মিরাজ বলেন, সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।

এর আগে ব্যাপক সমালোচনার মুখে নিজের সমালোচিত ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের এই পেসার। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস

spot_img

সর্বশেষ

আরও সংবাদ