নাটোরের লালপুরের গোসাইটির আশ্রমের আম বাগান দখল কে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।এতে কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রমের আমবাগান কমিটির কাছ থেকে লিজ নেয় দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির (৩৫) । এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।