ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশটা একটা জেলখানা ছিল, আর ১৮ কোটি মানুষ সেই জেলে বন্দি ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মুসলেহ উদ্দিন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী শহর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই—আগস্টের আন্দোলনে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও দরিদ্র, অসহায়, এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মুসলেহ উদ্দিন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ এই জাতিকে মুক্ত করেছে এবং পুরো জাতি আন্দোলনে শরিক হয়েছিল।
এ সময় নরসিংদী শহর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি আবুল বাশার খানসহ আরও অনেকে।