আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট ছড়িয়ে গেছে। তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন সড়কে থাকা গাড়ির যাত্রীরা।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে উপজেলা সদর বাজারে এ ঘটনা শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা।
একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় সড়ক। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
সংঘর্ষে জড়ানো নেতাকর্মীদের প্রত্যেকের হাতে লাঠিসহ দেশিয় অস্ত্র দেখা গেছে।