শনিবার, ১০ মে, ২০২৫

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমি আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আগামীকাল (সোমবার) থেকে পরিস্থিতি ভালো হবে আশা ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে কিনা এবং তার কোনো ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় দায়িত্ব নিয়েছিলাম ওই অবস্থা থেকে সক্রিয় হয়েছে কি হয়নি এক্ষেত্রে আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। আপনারা জানেন তখন পুলিশ ও আনসারের অবস্থা কেমন ছিল। তাদের উন্নতি হয়েছে কিনা এ বিষয়টি আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি আবারও বলছি আপনাদেরকে নিয়ে জনগণকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাবো। আমরা সেটা করতে পারব। 

ঢাবি শিক্ষার্থীদের পদত্যাগের দাবির বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কারণে পদত্যাগের দাবি উঠেছে, সেগুলো উন্নতি করতে পারলে পদত্যাগের প্রশ্ন আসবে না।

তিনি আরও বলেন, মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে।


এদিকে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাত ১টা ১৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহীদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিবো। তাদের প্রত্যেকের ৬ মাসে কী করেছে তার হিসাব আমাদের দিতে হবে।

শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেব না।

শিক্ষার্থীরা বলেন, সারাদেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমদের কর্মসূচি শেষ করবো।

এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পদত্যাগের দাবিতে বিক্ষোভের মাঝেই মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রেস ব্রিফিং করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) বিকেলে...

লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’

স্যোশাল মিডিয়ায় গতকাল রাত থেকে একটি ভিডিও ভাসছিল যেখানে দেখা যায়, দুই তরুণীকে বেল্ট দিয়ে মারধর করছেন এক যুবক। মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি...

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোরে চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান। শুক্রবার...

আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ

আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীন। শুক্রবার (৯ মে) রাতে নিজের...

সম্পর্কিত নিউজ

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায়...

লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’

স্যোশাল মিডিয়ায় গতকাল রাত থেকে একটি ভিডিও ভাসছিল যেখানে দেখা যায়, দুই তরুণীকে বেল্ট...

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোরে চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি...