ঝালকাঠির নলছিটিতে ইঁদুর নিধনের জন্য পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ওই ধানক্ষেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুর সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।