স্বাধীনতা দিবস উপলক্ষে ইউক্রেনকে তিন বিলয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সামনের দিনগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করে দেওয়ার পরপরই এমন সহায়তার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বাইডেন।
আজ বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের দিন বাইডেন এ ঘোষণা দেন। গণমাধ্যম রয়টার্স জানায়, ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর ছয় মাসের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে দেওয়া বৃহত্তম নিরাপত্তা সহায়তা প্যাকেজ হতে যাচ্ছে এটি।
সহায়তা ঘোষণার বিবৃতিতে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নাগরিকদের সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় লড়ে যাচ্ছে।
উল্লেখ্য, এ নিরাপত্তা প্যাকেজে প্রায় দুই দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারের। এ সহায়তা ‘ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ও যুদ্ধাস্ত্র, ড্রোন এবং রাডার কেনার সক্ষমতা দেবে, যার মাধ্যমে দীর্ঘসময় দেশটি নিজেকে রক্ষা করতে পারবে’।
প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১০.৬ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ২০১৪ থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২.৬ বিলিয়ন নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে