রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত ৪ অঞ্চলকে নিজেদের ঘোষণা করলো পুতিন

-বিজ্ঞাপণ-spot_img

ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ৪ অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরমধ্যে আছে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জেপোরোজিয়া ও খেরসন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক চুক্তি সই অনুষ্ঠানে এই নতুন অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখণ্ড বলে ঘোষণা দেন তিনি।

পুতিন বলেন, ওই অঞ্চলগুলোতে বাস করা মানুষজন রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাওয়ার পথ বেছে নিয়েছে।

তবে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের চার অঞ্চলে রাশিয়ার গণভোটকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

এই ঘোষণার পর আগামী কয়েকদিনে আরও কয়েকধাপ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অঞ্চলগুলো রুশ ফেডারেশনভুক্ত হবে। চুক্তি সইয়ের পর এ সংক্রান্ত নথি যাবে রাশিয়ার সাংবিধানিক আদালতে। এরপর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা ও উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে এসব চুক্তি অনুমোদন পেতে হবে।

নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের পর পুতিন আনুষ্ঠানিকভাবে ওই চার অঞ্চলকে ভূখণ্ডভুক্ত করে নেওয়ার নথি সই করবেন।

গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে পাঁচ দিনব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে খেরসনে পড়া ভোটের ৮৭ দশমিক ০৫ শতাংশই স্বাধীনতা এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির রুশপন্থি প্রশাসনের কর্মকর্তারা। জাপোরিজিয়াতেও মোট ভোটারের ৯৩ দশমিক ২৩ শতাংশ স্বাধীনতা ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে অবস্থান নেন। আর দোনেৎস্ক পিপলস রিপবালিকে ও লুহানস্ক পিপলস রিপাবলিকে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ ও ৯৮ দশমিক ৪২ শতাংশ।

রুশ গণমাধ্যমগুলোর খবরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়, গণভোটে ওই চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন।তবে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা প্রথম থেকে এ গণভোটকে ‘ভাঁওতাবাজি’ আখ্যা দিয়ে আসছে।

এই অঞ্চলগুলোকে রাশিয়ার ‘নতুন অঞ্চল’ ঘোষণা দিয়ে পুতিন বলেন, রুশ ফেডারেশনের এই চার অঞ্চলকে কেন্দ্রীয় পরিষদ সমর্থন জানাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। কারণ,এটি লাখো মানুষের আকাঙ্ক্ষা ছিল।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি চান কিয়েভ ও পশ্চিমারা জানুক দনবাস অঞ্চলের বাসিন্দারা চিরদিনের জন্য রাশিয়ার নাগরিক হচ্ছে। কিয়েভ কর্তৃপক্ষের উচিত জনগণের ইচ্ছাকে সম্মান জানানো।
যেকোনো উপায়ে রাশিয়া নিজেদের ভূখণ্ড রক্ষা করবে। ভূখণ্ডে বাস করা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা করতালির মধ্য দিয়ে পুতিনের এই ঘোষণাকে সমর্থন জানান। এরপর ইউক্রেইনে যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান পুতিন। তিনি বলেন, নিহত এই সেনারা রাশিয়ার বীর। তারা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও...

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। সেই ধারাবাহিকতায় এগিয়ে আছে বাংলাদেশের পাশ্ববর্তী...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন...

ফেনীর বন্যা: দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন- ফসল, মাছ, গবাদিপশুসহ অবকাঠামোয় শত কোটি টাকার ক্ষতি

ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ধাপে ধাপে কমতে শুরু করেছে। ফলে জেলার বিভিন্ন...

সম্পর্কিত নিউজ

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের...

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে...

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ...