মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ইন্টারকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

মিউনিখের এই মাঠে খেলা হলেই নাকি নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখল ২০২৫। একপেশে এক ম্যাচে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও।

৩২ বছর পর কোনো ফ্রেঞ্চ দল জিতল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পিএসজি পেল তাদের প্রথম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সবচেয়ে বেশি গোলে জয়ের নতুন একটা রেকর্ডও গড়ল পিএসজি। দিজেরে দুয়ে কিংবা মায়ুলুরা জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।

ফাইনালে শুরু থেকেই পিএসজির টানা আক্রমণের সামনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল ইন্টারমিলান। শুরুর ১৫ মিনিটে পিএসজি বল দখল ছিল ৬৩ শতাংশের বেশি। সুযোগই তারাই তৈরি করেছিল। প্রথম ১০ মিনিটে অন্তত দুইবার দূরপাল্লার শট নিয়েছিল লা প্যারিসিয়ানরা। আর ফলাফল আসে এরপরেই।

১২ মিনিটে ভিতিনহার ডিফেন্সচেরা পাস ডি-বক্সে খুঁজে নেয় দুয়েকে। দারুণ দক্ষতায় বল রিসিভ করেন এই উইঙ্গার। নিজে ছিলেন আনমার্কড। এরপরেই নিঃস্বার্থ পাস দিলেন আশরাফ হাকিমিকে। আলতো টাচে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন হাকিমি। আরও একবার নিজেদের ডিফেন্সে ম্যান মার্কিংয়ে ভুলের কারণে গোল হজম করল ইতালিয়ান ক্লাবটি।

এর মিনিট আটেক পর ফের গোল পিএসজির। আগের গোলের যোগানদাতা দুয়ে এবার নিজেই করলেন গোল। ওসমান ডেম্বেলের সঙ্গে বোঝাপড়ায় দারুণ এক আক্রমণ সাজায় দল। এবারেও নিজেদের বাজে মার্কিংয়ের খেসারত দিয়েছে ইন্টার। ফাঁকায় থাকা দুয়ে খানিক সময় নিয়েই শট নিয়েছিলেন। বল ডিমার্কোর পায়ে লেগে কাছের পোস্টে গোল। দলের স্কোরলাইন করেন ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর সেটপিসে ভাল সুযোগ এসেছিল ইন্টারের জন্য। তবে এর কোনোটিই কাজে লাগেনি। দুইদফায় বল তারা রাখতে পারেনি পোস্টে। এমনকি পিএসজিও দারুণ আক্রমণ শানিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। যদিও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ২-০ গোলের লিড নিয়েই পিএসজি ফেরে টানেলে।

বিরতির পর দুই দলেরই খেলা শুরু হয়েছিল কিছুটা ধীরগতিতে। ইন্টার মিলান সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে বারবারই আক্রমণে উঠতে চেয়েছে। তবে প্যারিসিয়ানদের শক্ত রক্ষণের সামনে তারা ছিল বিবর্ণ। বিপরীতে পিএসজি উপহার দিয়েছে একের পর এক কার্যকরী কাউন্টার অ্যাটাক। যার প্রথম সুফল মেলে ৬৩ মিনিটে।

ওসমান ডেম্বেলের ব্যাকহিল থেকে বল পেয়ে চমৎকার এক মাপা পাস দিয়েছিলেন ভিতিনহা। ফার্স্ট টাচ শটেই আসে গোল। ইয়ান সোমার পারেননি কাছের পোস্টের শট আটকাতে। ৩-০ গোলের লিড পিএসজির। ঘড়ির কাঁটায় ঠিক ঠিক ১০ মিনিট পর আরেকটা গোল পেয়ে যায় পিএসজি। এবারও অ্যাসিস্টে ডেম্বেলে। কাউন্টার অ্যাটাকে সহজ ফিনিশ কাভিচা কাভারাৎসখেলিয়ার।

ব্র্যাডলি বারকোলা ৮১ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারতো পিএসজির। তাতে অবশ্য আক্ষেপ থাকছে না। ম্যাচের ৮৬ মিনিটে তার গোলেই ৫-০ ব্যবধান নিশ্চিত করেন মায়ুলু। তাতেই ইতিহাসগড়া জয় পেয়ে যায় পিএসজি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এনজিও থেকে লক্ষ টাকার ঋণ,পাওনাদের চাপে কৃষকের আত্মহত্যা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমানের পুত্র।নিহতের...

বাম ছাত্র জোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি জিএস মেঘমল্লার

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গনতান্ত্রিক ছাত্রজোট।সোমবার (১৮ আগষ্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ...

মনোনয়ন ফরম নেয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল নেতা হামিম

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর...

ফেনীর আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিফেনীর আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার সকালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে...

সম্পর্কিত নিউজ

এনজিও থেকে লক্ষ টাকার ঋণ,পাওনাদের চাপে কৃষকের আত্মহত্যা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর মোহনপুরে ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের...

বাম ছাত্র জোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি জিএস মেঘমল্লার

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর...

মনোনয়ন ফরম নেয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল নেতা হামিম

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি...