রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ইবিতে খেলা নিয়ে মারামারি: সংবাদ সংগ্রহে সাংবাদিককে মারধর

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের একাংশের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের মারধর করে সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকদের কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও পেটে লাথি দেওয়ার ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত কেড়ে নেওয়া মোবাইল হাতে পাননি ওই ভুক্তভোগী সাংবাদিক।

শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় হামলাকারীদের শাস্তি দাবি ও নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক শিক্ষা ক্যাম্পাস প্রতিনিধি আরিফ বিল্লাহ, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক আজকালের খবর ক্যাম্পাস প্রতিনিধি রবিউল আলম ও বার্তা-২৪ ক্যাম্পাস প্রতিনিধি নূর-ই আলম। 

ভুক্তভোগী আরিফ বিল্লাহ জানান, ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের ২০২০-২১ বনাম ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের ফুটবল খেলা চলছিল। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি ও মারামারি চলাকালে সংবাদ সংগ্রহ করতে আমি মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করি। তৎক্ষণাৎ অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের আফসানা পারভীন টীনা আমার হাত থেকে মোবাইল কেড়ে নেয়। আমি মোবাইল কেড়ে নেওয়ার বিষয় জানতে চাইলে একই বিভাগের ২০২০-২১ বর্ষের নাহিদ হাসান, মিনহাজ, সৌরভ দত্ত, পান্না ও একই বিভাগের ২০২২-২৩ বর্ষের অজিল, সাইফুল, মশিউর রহমান ও হৃদয়-সহ আরও ৮/১০ জন শিক্ষার্থী আমাকে ঘিরে ধরে চর, থাপ্পড়, ঘুষি মারতে থাকে।পরে সাংবাদিক নূর-ই আলম এসে মারধরের ভিডিও করলে তাকেও ১০/১৫ জন শিক্ষার্থী মারধর করে।  এসময় বৈষম্যবিরোধীর নেতা ও অন্যান্য সাংবাদিক উদ্ধার করতে আসলে তাদের সামনে ফের মারধর করে। এছাড়া সাংবাদিক রবিউল ঘটনাস্থলে যাওয়ার পর তাকে তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।

তিনি আরও জানান, ওরা আমার ফোন কেড়ে নিয়েছে কিন্তু এখনও ফেরত দেয়নি। পেশাদারি কাজে বাঁধা প্রদান এবং একপর্যায়ে মারধরের শিকার হওয়ায় আমি যথাযথ বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

আরেক ভুক্তভোগী নূর-ই আলম বলেন, আমি প্রতিদিনের মতো আজও মাঠে ফুটবল খেলতে আসি। এসময় অর্থনীতি বিভাগের দুই পক্ষের খেলা চলছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হলে সাংবাদিক আরিফ তথ্য সংগ্রহের জন্য মোবাইলে ভিডিও করতে গেলে একজন মোবাইল কেড়ে নেয় ও তাকে কয়েকজন শিক্ষার্থী ঘিরে কিল, ঘুষি মারে। তৎক্ষণাৎ আমি মোবাইল দিয়ে ভিডিও অন করে ঘটনাস্থলে গেলে আমাকে মারধর করে। এসময় অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের মিনহাজ ও একই ২০২২-২৩ বর্ষের অজিল, সাইফুল, মশিউর রহমান ও হৃদয়সহ ১০/১৫ জন আমাকে কিল, ঘুষি ও ঘাড়ে আঘাত করে। এসময় সমন্বয়ক সুইট ও রব্বানী ভাই হামলা থেকে উদ্ধার করে। সাংবাদিকদের উপর এ অতর্কিত হামলার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিচার ও প্রশাসনের নিকট নিরাপত্তা চাচ্ছি।

ভুক্তভোগী সাংবাদিক রবিউল জানান, আমি বিকাল ৫ টার সময় অফিসে অবস্থান করছিলাম। বাহিরে মারামারির হট্টগোল হলে ভিডিও করতে গেলে সাংবাদিক আরিফ বিল্লাহ হামলার শিকার হন। বিষয়টি জানতে পেরে সেখানে গেলে দেখি আরিফ বিল্লাহকে তারা ঘিরে রেখেছে। ওই সময় ভিডিও ধারণের প্রস্তুতি নিতে থাকলে কয়েকজন এসে মোবাইল কেড়ে নেওয়ার জন্য উদ্যত হয়। আমি বলেছিলাম ‘আমি সাংবাদিক এভাবে আপনারা চার্জ করতে পারেন না।’ তখন কয়েকজন ‘তার মোবাইল কেড়ে নে, ওরে ধর, ভিডিও থাকলে ডিলিট দে’ বলে চারদিক থেকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। বিশেষ করে অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের নাহিদ হাসান আমার তলপেটে লাথি মারে। তখন আমি মাটিতে পড়ে যাই। এসময় সমন্বয়ক সুইট, সহ সমন্বয়ক রব্বানী ভাইসহ কয়েকজন আমাকে উদ্ধার করে। এর আগে গত ২০ এপ্রিল একটি সংবাদ প্রকাশের জেরে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন নাহিদ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমি বাইরে হট্টগোলের আওয়াজ শুনে এগিয়ে যাই, তখন দেখি কয়েকজন মিলে একজন সাংবাদিককে মারতেছে। অপরদিকে আরেক সাংবাদিক আমার পিছন থেকে ওইদিকে যাচ্ছিল। তারপর সে ভিডিও করা শুরু করলে তার ভিডিও বন্ধ করতে একদল এসে বলে এবং তাকে মারতে উদ্ধত হয়। এবং একজন এসে তার পেটে লাথি মারে। কয়েকজন কিল-ঘুষি মারে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, রোভার খন্দকার সায়েম এবং ডিবিসি প্রতিনিধি নাজমুল হোসেন। তারা জানান, তাদের সামনেই আরিফ বিল্লাহ সহ রবিউলকে মারধর করা হয়। পরে সবাই মিলে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্তদের একজন অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের নাহিদ হাসান বলেন, ‘আমাদের বিভাগের আন্তঃসেশন খেলা হচ্ছিল। তখন বল আউট হওয়া না হওয়া নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়। জুনিয়র একজন স্যরি বলে সমাধান করা হয়। এসময় আমি সাংবাদিক কাউকে মারিনি। তবে পরে সাংবাদিকের প্রশ্নে স্বীকার করে বলেন, ‘আমার গলা ধরছে তখন আমি কি করব?’ এ কথা বলেই তিনি প্রতিবেদকের কল কেটে দেন।

মোবাইল কেড়ে নেওয়া অভিযুক্ত শিক্ষার্থী টীনাকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। মোবাইলটা অন্য কেউ রিসিভ করে ‘বাড়ির অভিভাবকের কাছে রয়েছে’ বলে কেড়ে দেয়।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্কর বলেন, ‘আজকে অর্থনীতি বিভাগের আন্তঃশিক্ষাবর্ষ খেলা ছিল। সেখানে ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের খেলা ছিল। শুনেছি মারামারি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৫ কোটি টাকা চাঁদা দাবি যুবদল নেতার, না দেওয়ায় বাস ভাঙচুর

ঢাকার যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় শরীয়তপুরগামী পরিবহন বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এতে আতঙ্কে যাত্রাবাড়ী রুটে বাস...

কুবি শিক্ষককে হুমকি, থানায় সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাক্ত জুলাই -২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে প্রাণ নাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন...

চাঁদাবাজি ও মব জাস্টিসের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ...

মিডফোর্ড হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে বীভৎসভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি ওয়ার্ড...

সম্পর্কিত নিউজ

৫ কোটি টাকা চাঁদা দাবি যুবদল নেতার, না দেওয়ায় বাস ভাঙচুর

ঢাকার যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় শরীয়তপুরগামী পরিবহন বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ...

কুবি শিক্ষককে হুমকি, থানায় সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাক্ত জুলাই -২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক...

চাঁদাবাজি ও মব জাস্টিসের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে...