বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “শিক্ষাবৃত্তি প্রকল্প-২০২৫” ঘোষণা করেছে। সংগঠনটি তাদের ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি চালু করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ইবি শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। এক বছরের জন্য প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৪।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
✔️ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী হতে হবে।
✔️ সরকারি বা বেসরকারি অন্য কোনো বৃত্তি পেলে আবেদন করা যাবে না।
✔️ অভিভাবকের বার্ষিক আয় ২,৪০,০০০ টাকার কম হতে হবে।
✔️ অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
✔️ নবাগত শিক্ষার্থীরা সিজিপিএ-এর পরিবর্তে উচ্চমাধ্যমিকের জিপিএ ব্যবহার করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার পর তথ্য যাচাই করে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। সংগঠনটি জানিয়েছে, আবেদনকারীদের তথ্য গোপনীয়তা বজায় রেখে সংরক্ষণ করা হবে।