কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন জনের কাছে অর্থ চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
সতর্কতামূলক প্রজ্ঞাপনে বলা হয়, “মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর নামে একটা ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি দিয়ে ভুয়া ও বিভ্রান্তিমূলক মেসেজ ও দেয়া হচ্ছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
এ বিষয়ে উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) গোলাম মাহফুজ মঞ্জু জানান, “ভিসি স্যার আমাকে দেখালো, পরে প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছেন। এটাও একটা ষড়যন্ত্রের অংশ। পুরোনো কালচার থেকে বের হতে পারেননি তারা। স্যার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।”