বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন 

এস.এম. শাহরীয়ার স্বাধীন , ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী সভাপতি ও স্বদেশ প্রতিদিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। 

সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম, কোষাধ্যক্ষ- দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এস এম শাহরিয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আজকালের কণ্ঠ), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন) ও মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়)।

কমিটি ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল  ইসলাম, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় প্রধান কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটি তাদের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পজেটিভ ও নেগেটিভ দুটো নিউজকেই তারা যথাযথ ভাবে উপস্থাপন করবে। অতিরঞ্জিত কাটছাঁট নয়। তাদের পেশাদারী পথচলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অবশ্যই উজ্জ্বল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠন সবাই তাদের কাছে যেন পথের দিশা পাই। সবাইকে যেন সঠিক পরামর্শ দিতে পারে।  ভুল তথ্য দিয়ে মিসগাইড না করে সবাইকে যেন গাইড করতে পারে সেই প্রত্যাশা রাখি।”

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সকল সদস্য সৎ এবং যোগ্য শিক্ষার্থী, তারা সবসময়  সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ এবং বহির্বিশ্বে উপস্থাপন করবেন বলে আশা রাখি।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভারতে আটক হওয়া ২২ বাংলাদেশিকে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত

সম্প্রতি ভারতে আটক হওয়া ২২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (১৩ আগস্ট) সকালে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে ২২...

ভেড়ামারায় বিএনপির কমিটিতে স্থান পেলো আ.লীগ-জাসদ, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ উঠেছে।...

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা প্রশাসক আমিরুল কায়সারকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন কুমিল্লা-১০...

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ...

সম্পর্কিত নিউজ

ভারতে আটক হওয়া ২২ বাংলাদেশিকে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত

সম্প্রতি ভারতে আটক হওয়া ২২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (১৩...

ভেড়ামারায় বিএনপির কমিটিতে স্থান পেলো আ.লীগ-জাসদ, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ...

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা...