ইভিএম নিয়ে বির্তক আছে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন এর মাধ্যমে সুক্ষ্ণ কারচুপি ধরা অসম্ভব।
এসময় তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে নির্বাচন কমিশনকে সিসি ক্যামেরা কেনার পরামর্শ দেন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
সাবেক এই সফল নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট হলে কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ দেখা গেলেও ভেতরে যে সুক্ষ্ণ কারচুপি হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করে সিসি ক্যামেরায় নজরদারির প্রতি জোর দেয়া উচিত।
তিনি বলেন, ব্যালটে ভোট হলে পরেও তা যাচাইবাছাই করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে ভোট হলে এবং তাতে সুক্ষ্ণ কারচুপি হলে পরে সেটা যাচাই করা কঠিন।
গাইবান্ধার উপনির্বাচনে ভোট বন্ধ প্রসঙ্গে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধায় নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ইসি না চাওয়া সত্ত্বেও আগ বাড়িয়ে চিঠি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি।
এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইস্যুতেও নিজের অসন্তুষ্টি জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি না কেন সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কেন না, ভোটার তালিকা থাকবে ইসির কাছে আর এনআইডি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কারো নাম বয়স ভুল হলে তখন সেটা সংশোধনে জটিলতা দেখা দেবে।