স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা কক্সবাজারের ইয়াবা করবারিদের নিয়ে যে তালিকা প্রকাশ করেছে তা যাচাই-বাছাই করে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রবিববার কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি কক্সবাজারে বিভিন্ন অপরাধের কথা শুনেছি। ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেউ ডাকাতি, চুরি ও অপহরণ করার সুযোগ পাবে না।’
ইয়াবা পাচারকারীদের তালিকায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন নামের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগে তাদের যাচাই-বাছাই করব, কেউ দোষী হলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকের আগে মন্ত্রী শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপ পরিদর্শন করেন যা মানব ও মাদক পাচারের বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত।
এছাড়া সংসদীয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার ও শুক্রবার বিতর্কিত ঘুমধুম সীমান্ত ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।