শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ইয়ামালের চুক্তি স্বাক্ষরের ছবি কেন প্রকাশ করেনি বার্সা!

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

বার্সেলোনার লা মাসিয়া ফুটবল একাডেমি থেকে উঠে এসে বিশ্ব ফুটবল শাসন করেছেন লিওনেল মেসি। জিতেছেন বিশ্বকাপ। সেই লা মাসিয়া থেকেই উঠে এসেছেন আরেক নবীন তারকা– লামিন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে জাভি হার্নান্দেজের অধীনে মূল  দলের হয়ে অভিষেক হয় তার। এরপর আর ফিরে তাকাতে হয় নি এই বিস্ময় বালককে– দিয়েছেন কোচের আস্থার প্রতিদান।

২০২৩-২৪ মৌসুমে শিরোপার দেখা না পেলেও চলতি মৌসুমে জিতেছেন ঘরোয়া ট্রেবল।

লামিন ইয়ামাল যে একসময় ফুটবল বিশ্ব শাসন করবে তা হয়তো ইতিমধ্যেই টের পেয়েছেন বার্সা টিম ম্যানেজমেন্ট। তাইতো তড়িঘড়ি করে গতকাল মঙ্গলবার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ইয়ামালের সাথে। আর এখানেই বাধে একটু বিপত্তি– সাধারণত চুক্তি স্বাক্ষরের পর সেই বিশেষ মুহুর্তটির ছবি তলে ওয়েবসাইটের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্লাবগুলো। কিন্তু ইয়ামালের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। চুক্তি স্বাক্ষরের খবরটা আনুষ্ঠানিকভাবে জানালেও, কোনো ধরনের ছবি প্রকাশ করেনি বার্সা কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে বার্সা ভক্তদের তো বটেই, সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝেও বেশ কৌতূহল তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে—কেন এই ঐতিহাসিক মুহূর্তের কোনো ছবি নেই?

পরে অবশ্য বিষয়টি খোলাসা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ইয়ামালের অনুরোধের কারণেই চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেনি বার্সা। 

প্রশ্ন হচ্ছে, ইয়ামাল কেন বার্সাকে এমন অনুরোধ করতে গেলেন। সেই কারণটা বেশ চমক জাগানোই বটে।

স্পোর্ত জানিয়েছে, ইয়ামাল চেয়েছিলেন এই বিশেষ মুহূর্তের ছবি তাঁর পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে তুলতে। সেই বিশেষ মানুষটি হচ্ছেন তাঁর দাদি ফাতিমা—যিনি তাঁর বাবার মা। কিন্তু চুক্তি স্বাক্ষরের দিনে দাদি ফাতিমা উপস্থিত থাকতে পারেননি।

তাই ইয়ামাল ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেন ছবি তোলার বিষয়টি কিছুটা পিছিয়ে দিতে, যাতে পরে পরিবারের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে এই স্মরণীয় ছবি তোলা যায়। বার্সাও অবশ্য ইয়ামালের এই অনুরোধ মেনে নিয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট—তরুণ এই ফুটবলারের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ।

মাত্র ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা, সহ-সভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বড় আকৃতির রুপালি ইলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও সুসীল সমাজ। মানবন্ধনে থাকা...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নেওয়া একাধিক প্রার্থীর রাজনৈতিক সংগঠনের সঙ্গে...

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের আলোচনা সভা

‎পাবিপ্রবি প্রতিনিধিপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও হঠ্যাৎ করেই শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার...

সম্পর্কিত নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস...