ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ফাঁসির মুখে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই) একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
তবে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বুধবার (১৬ জুলাই) কার্যকর হওয়ার কথা ছিল। তবে ভারত সরকার জানিয়েছে, তারা প্রিয়ার প্রাণ বাঁচাতে ‘সীমার মধ্যে থেকে’ সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার নিহত ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনা করে অন্তত আগামীকালের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে পেরেছে। তবে এর মানে এই নয় যে নিমিশা প্রিয়াকে এখনই মুক্তি দেওয়া হচ্ছে বা তাকে ভারতে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিমিশা প্রিয়া বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় বন্দী রয়েছেন। এই শহরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, হুতি শাসিত ইয়েমেনের সঙ্গে ভারতের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
এমন পরিস্থিতিতে ভারত সরকার কূটনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও সম্ভাব্য সবধরনের সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি প্রিয়ার পরিবারের অনুরোধে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে একটি সম্মতিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় চেয়ে আলোচনা চালানো হয়।
সংবেদনশীল এই বিষয়টি ঘিরে ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের স্থানীয় কারা কর্তৃপক্ষ ও প্রসিকিউশন অফিসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিয়মিত এসব যোগাযোগের মাধ্যমেই শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তবে কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, কিংবা শেষ পর্যন্ত প্রিয়ার ভাগ্যে কী আছে, তা এখনও অনিশ্চিত। ভারতের পক্ষ থেকে এখনো বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।