বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত!

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ফাঁসির মুখে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই) একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

তবে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বুধবার (১৬ জুলাই) কার্যকর হওয়ার কথা ছিল। তবে ভারত সরকার জানিয়েছে, তারা প্রিয়ার প্রাণ বাঁচাতে ‘সীমার মধ্যে থেকে’ সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার নিহত ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনা করে অন্তত আগামীকালের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে পেরেছে। তবে এর মানে এই নয় যে নিমিশা প্রিয়াকে এখনই মুক্তি দেওয়া হচ্ছে বা তাকে ভারতে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিমিশা প্রিয়া বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় বন্দী রয়েছেন। এই শহরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, হুতি শাসিত ইয়েমেনের সঙ্গে ভারতের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এমন পরিস্থিতিতে ভারত সরকার কূটনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও সম্ভাব্য সবধরনের সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি প্রিয়ার পরিবারের অনুরোধে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে একটি সম্মতিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় চেয়ে আলোচনা চালানো হয়।

সংবেদনশীল এই বিষয়টি ঘিরে ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের স্থানীয় কারা কর্তৃপক্ষ ও প্রসিকিউশন অফিসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিয়মিত এসব যোগাযোগের মাধ্যমেই শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তবে কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, কিংবা শেষ পর্যন্ত প্রিয়ার ভাগ্যে কী আছে, তা এখনও অনিশ্চিত। ভারতের পক্ষ থেকে এখনো বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি...

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার হাতে মেয়ে খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পারিবারিক কলহ ও মানসিক উত্তেজনার জেরে নিজ কন্যাকে শ্বাসরোধে হত্যা করেছেন এক পিতা। নিহত আইনুন নাহার আনিতা (২৬) এবং অভিযুক্ত...

১০ লাখ মানুষের সমাবেশ করতে চায় জামায়াত

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির সমাবেশে পরিণত করতে জোর প্রচারণা চালিয়ে...

চরমোনাইয়ের বিরুদ্ধে রাজপথে স্লোগান, বিএনপির জন্য দুর্ভাগ্যজনক: রেজাউল করীম

চরমোনাই দরবার সম্পর্কে রাজপথে ‘নোংরা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, বিএনপির...

সম্পর্কিত নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।...

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার হাতে মেয়ে খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পারিবারিক কলহ ও মানসিক উত্তেজনার জেরে নিজ কন্যাকে শ্বাসরোধে হত্যা...

১০ লাখ মানুষের সমাবেশ করতে চায় জামায়াত

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে...