34 C
Dhaka
Tuesday, April 30, 2024

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে চিঠি পাঠালো ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে বৈশ্বিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘মিসাইল ও ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি, আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছি।’

কাৎজ বলেছেন, তিনি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এখনই ইরানকে থামাতে হবে, অনেক দেরি হওয়ার আগে।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে।

এরই মধ্যে ইসরায়েল বলেছে, তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে জি৭ দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

হঠাৎই রিকশা থেকে পড়ে কাঁপছিলেন চালক, পুলিশের সেবায় সুস্থ

সারাদেশে তাপপ্রবাহের ফলে অস্বস্তিতে আছে দেশের মানুষ। তাপমাত্রার ভোগান্তি রাজধানীতেও। রেকর্ড তাপমাত্রায় বিপাকে সাধারণ মানুষ। তাদের মধ্যে বেশি বিপাকে দিনমজুর ও রিকশাচালকরা। তপ্ত রোদ...

ববির মেডিকেল সেন্টার:শিক্ষার্থী-কর্মরতদের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নিয়ে শিক্ষার্থী এবং কর্মরতদের অভিযোগের তদন্ত সাপেক্ষে সমাধান করে প্রয়োজনীয় চিকিৎসা আয়োজন নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র...

নেতাকর্মীদের নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে বিএনপি ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে। জনগণের জন্য রাজনৈতিক...

ভারতে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা

ভারতের রাজ্য রাজস্থানের আজমিরে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্ত। শনিবার আজমিরের একটি মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা...

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠান...