ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানের এক সামরিক কারখানায় ড্রোন হামলাটি ইসরায়েল করেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা এবং এই অপারেশনের সাথে পরিচিত ব্যক্তিরা মনে করছেন যে এই হামলার পেছনে মূলত ইসরায়েল রয়েছে।
এর আগে, চলতি সপ্তাহের রবিবার তেহরান জানায় যে আগেরদিন সন্ধ্যায় ইসফাহানের প্ল্যান্টে ড্রোন হামলা চালানো হয়। তবে এই অপারশনটিকে ‘ব্যর্থ অপারেশন’ বলে অভিহিত করেন তারা।
আলোচিত এই হামলার সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার একটি আলোচনার কথা নিউ ইয়র্ক টাইমস নিজেদের প্রতিবেদনে উল্লেখ করে। তবে সেখানে কোনো কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।
যদিও আরেক মার্কিন গণমাধ্যম সিএনএন এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি। বরং ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়নি বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে জানান।
তিনি বলেন, ‘আমরা প্রেস রিপোর্ট দেখেছি এবং নিশ্চিত করতে পারি যে কোনো মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে হামলা বা অভিযান পরিচালনা করেনি। আমরা পরিস্থিতি নিরীক্ষণ করে যাচ্ছি। তবে এর বেশি আর কোনো তথ্য দেওয়ার নেই’।
অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলা কে করেছে সে বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য দেয়নি। এছাড়াও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।