ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সিএনএন-এর সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, আমি আশা করি তিনি (ট্রাম্প) সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি আশা করি তিনি একটি চুক্তি করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ।
কেরি আরও বলেন, ‘একা, সম্পূর্ণরূপে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। তারা (ইসরায়েল) এটির ক্ষতি করতে পারে। কিন্তু তারপর এটি এই অঞ্চলের সকলের জন্য অনেক দিক থেকে অনেক বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে।’
এদিকে, শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগের দফাগুলোর মতোই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স-পোস্টে লিখেছেন, রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান-মার্কিন আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাগুলো শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।