শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকাপ্টার দুর্ঘটনার কবলে

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:০০ অপরাহ্ণ

দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার। 

গতকাল রোববার তাঁর হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বলে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায়।

ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় ইব্রাহিম রাইসি আহত হয়েছেন কিনা, তাও জানা যায়নি।

বার্তা সংস্থা এপি বলছে, ইব্রাহিম রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গেছেন। আর এই দুর্ঘটনা ঘটেছে জলফা নামক এলাকার কাছে।

প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকা এটি।

আবহাওয়া ভালো না থাকায় উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না বলেও জানা গেছে। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ