ইরানে মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীদের মধ্যে একজন মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের গভর্নর ইসমাইল জারেই কৌশা।
সাম্প্রতিককালে ‘অবৈধ বিক্ষোভ’ চলাকালীন ‘সন্দেহজনকভাবে’ তিন জন মারা গেছে বলে সাংবাদিকদের জানান তিনি।
তদন্ত করে দেখা গেছে যে, হত্যাকারীরা আগে থেকেই অপরাধ কাজের সাথে যুক্ত। এমনকি হত্যার জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলোও প্রদেশের নিরাপত্তা বা আইন প্রয়োগকারী বাহিনীর দ্বারা নিযুক্ত নয়।
গভর্নরের মতে, মৃত ব্যক্তিদের একজন ডিভেন্ডারেহতে মারা গেছে এবং অন্যজনকে সাকেজের একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ফেলে রেখেছিল। আর তৃতীয়জনের ‘সন্দেহজনক’ মৃত্যুর তদন্ত করা হচ্ছে।
তিনি আরো বলেন যে, ‘পরিবারগুলোকে সতর্ক থাকতে হবে। কারণ ‘বিপ্লবী বিরোধী’ গোষ্ঠীগুলো তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য মাহসা আমিনীর নাম একটি কোড (র্যালিং কল) হিসেবে ব্যবহার করতে চায়। আমিনীর কবরে ‘তুমি মরবে না, তোমার নাম একটা কোড হয়ে যাবে’ লেখার পর বাক্যাংশটি বহুবার ব্যবহার করা হয়েছে’।
উল্লেখ্য, বাইশ বছর বয়সী আমিনী তার নিজ শহর সাকেজ থেকে তেহরান যাওয়ার পথে ‘সঠিকভাবে’’ হিজাব না পরার কারণে ইরানের মোরাল পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতার অবস্থায় তার মৃত্যু হলে পুলিশ দাবি করে যে হৃদরোগে আক্রতান্ত হয়ে মারা গেছে আমিনী। কিন্তু তার পরিবারের দাবি, গ্রেফতারের সময়ও সুস্থ ছিল আমিনী।