ইরানের দক্ষিণাঞ্চলে শনিবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে পাঁচজন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গ্রামটিতে প্রায় ৩০০ জন মানুষ বসবাস করেন।
প্রতিবেশী অনেক দেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে এই অঞ্চলে বেশ কয়েকটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। নভেম্বরে ছয় দশমিক চার ও ছয় দশমিক তিন মাত্রার দুটি ভূমিকম্পে একজন মারা যান।
ইরান বড় ধরনের সিসমিক ফল্টে অবস্থিত এবং দেশটিতে প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প হয়। ২০০৩ সালে ঐতিহাসিক শহর বামে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ২৬ হাজার মানুষ নিহত হয়। এছাড়া ২০১৭ সালে ইরানের পশ্চিমাঞ্চলে সাত মাত্রার আরেকটি ভূমিকম্পে ৬০০ জনের বেশি নিহত এবং ৯ হাজারের অধিক মানুষ আহত হয়।