ইরান-ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়ে পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে। হত্যার চেষ্টা চালায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে৷ এর পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি।
যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন আলী খামেনি।