26 C
Dhaka
Tuesday, May 21, 2024

ইরান হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: ব্লিনকেন

ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরাইলের ইরানে পাল্টা আক্রমণে আরও একধাপ বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরানে ইসরাইলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেয়া ব্লিনকেনকে সাংবাদিকরা ইরান ইস্যুতে বার বার প্রশ্ন করেন। তিনি এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে যে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল ইসরাইল। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্লিনকেন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি স্বীকার করেন, কোনোরকম আক্রমণে  জড়িত নয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও জি-৭ উত্তেজনা ও কোনোরকম বড় যুদ্ধ এড়ানোর লক্ষ্যে কাজ করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, অস্বাভাবিকভাবে ইসরাইলে আঘাত করা হয়েছে।

ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে নিশ্চিত করার দিকে দৃষ্টি দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আবারও বলেন, তারা উত্তেজনার প্রশমন চান এবং সব পক্ষকে সংযমের আহ্বান জানান।

ইসরাইলের রাফা প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র সেখানে বড় রকম সামরিক অভিযানকে সমর্থন করতে পারে না। রাফায় প্রায় ১৪ লাখ মানুষ আছেন। কোনোরকম যুদ্ধ থেকে মুক্তি পাওয়া উচিত তাদের।

তিনি আরও বলেন, সেখানে বড় মাপের কোনো সামরিক অভিযান চালালে তাতে ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এদিন তিনি গাজায় হামাসের নেতৃত্বের সমালোচনা করেন। গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মাঝে একমাত্র বিষয় হলো হামাস।

তার দাবি, ইসরাইল একটি উদার প্রস্তাব দিয়েছে। কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে। এ কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না। তিনি গাজায় ইসরাইলের মানবিক সহায়তা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

রাইসির মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ইসরায়েল

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রোববার নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ শীর্ষ কয়েকজন নেতা। এরপরই আঙুল উঠছে ইরানের শত্রু দেশ ইসরায়েলের ওপর। তবে ইসরায়েলের এক...

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি পরিস্থিতির লাগাম টেনে ধরতে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে...

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ তার সফর সঙ্গীদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট...

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা: প্রেসিডেন্টসহ সবার মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট...

প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির- আব্দুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইরনা...