মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ইরান হামলায় যেসব সমীকরণ মিলিয়েছে ইসরায়েল, জানাল মার্কিন প্রতিবেদন

-বিজ্ঞাপণ-spot_img

মধ্যপ্রাচ্যের সংকট ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ধারাবাহিকভাবে বাড়ছে। গত সপ্তাহে ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলাটি ইসরায়েল থেকে চালানো হয়েছে।

ইসরায়েলের এ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মার্কিন বার্তা সংস্থাগুলো বলেছে, ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবে হামলার বিষয়ে নিশ্চিতভাবে সম্মতি বা অস্বীকার কোনো কিছুই করেনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল।

ইরান এই অঞ্চলে তার চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের ওপর ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর এক সপ্তাহ পরেই বিস্ফোরণগুলো ঘটেছে।

মার্কিন বার্তা সংস্থা নিউইয়র্ক টাইমস ও বিবিসি ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এমন একটি অঞ্চলের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে।
হামলাগুলো যুদ্ধবিমান থেকে চালানো হয়েছে বলে জানা গেছে।

স্যাটেলাইট চিত্রে ইস্পাহান আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পূর্বে অবস্থিত রুশ অরিজিন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ‘এস-৩০০’ অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি দেখা গেছে। ছবিগুলোতে ১৫ এপ্রিল গোপন সুবিধায় অবস্থিত এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থাকে দেখা গেছে। ১৯ এপ্রিল থেকে গুগল আর্থের সর্বশেষ ছবিতে স্থানটিকে খালি দেখাচ্ছে।

আর এখানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নোও চিহ্ন নেই৷ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি যেখানে হামলা করা হয়েছে তার উত্তরে অবস্থিত।

বিবিসি তার বিশ্লেষণের জানিয়েছে, এই সিস্টেমে রাডার, স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র লঞ্চার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সজ্জিত বেশ কয়েকটি যান রয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো এই সিস্টেমে আঘাত করেছিল বলে জানা গেছে।

ইসরায়েলের অস্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এবং অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত একটি অঞ্চলে তা আঘাত করেছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের দুই কর্মকর্তা বলেছেন, শুক্রবার ইরানের সেনাবাহিনী ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমানসহ ইরানের আকাশসীমায় প্রবেশের কিছু শনাক্ত করতে পারেনি। এখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়নি।

বিবিসি জানিয়েছে, এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ক্ষতিগ্রস্ত হলেও মিসাইল লঞ্চারগুলো অক্ষত ছিল।

নিউইয়র্ক টাইমস পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানকে বার্তা দিতেই মূলত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল চাইলেই তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। তবে ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান যেটি নিক্ষেপ করেছিল তা জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেনি।

রাশিয়া বছরের পর বছর ধরে আলোচনার পর ২০১৬ সালে ইরানকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করে।

সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ ইসরায়েলের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। ২০১০ সালে পশ্চিমের চাপের কারণে রাশিয়া ইরানের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

মানি লন্ডারিং-ঋণ জালিয়াতিসহ দুর্নীতির ‘বরপুত্র’ নাবিল গ্রুপ!

নাবিল গ্রুপ, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি, বর্তমানে মানি লন্ডারিং এবং ঋণ জালিয়াতির অভিযোগে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তারা দেশের অর্থনীতিকে...

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৯ জন হতাহত

জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তেঘরিয়া সাহেদ আলী...

ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডা: প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জেলেনস্কিকে!

বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত...

স্কুল ভর্তিতে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল

বিতর্কের মুখে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোটার স্থলে প্রতি...

সম্পর্কিত নিউজ

মানি লন্ডারিং-ঋণ জালিয়াতিসহ দুর্নীতির ‘বরপুত্র’ নাবিল গ্রুপ!

নাবিল গ্রুপ, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি, বর্তমানে মানি লন্ডারিং এবং ঋণ জালিয়াতির অভিযোগে...

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৯ জন হতাহত

জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত...

ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডা: প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জেলেনস্কিকে!

বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে...
Enable Notifications OK No thanks